ফসল : বাঁধাকপি
বাংলা মাসের নাম : পৌষ
ইংরেজি মাসের নাম : জানুয়ারী
ফসল ফলনের সময়কাল : রবি
দুর্যোগের নাম : ঘনকুয়াশা
দুর্যোগ পূর্বপ্রস্তুতি :
আবহাওয়ার কারণে ছত্রাক আক্রমণ হতে পারে তাই নিয়মিত জমি পরিদর্শন করতে হবে।
দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :
ছত্রাকের আক্রমণ দেখা দিলে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক (যেমন ডাইথেন এম-৪৫) ২০ গ্রাম ১০লিটার পানিতে মিশিয়ে ৫শতক জমিতে গাছে স্প্রে করুন।
দুর্যোগ পূর্ববার্তা : বাড়ন্ত - ফসল তোলা
প্রস্তুতি : আবহাওয়ার কারণে ছত্রাক আক্রমণ হতে পারে তাই নিয়মিত জমি পরিদর্শন করতে হবে।
তথ্যের উৎস :
দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।