ফসল : গম

বাংলা মাসের নাম : চৈত্র

ইংরেজি মাসের নাম : মার্চ

দুর্যোগের নাম : তাপ প্রবাহ

দুর্যোগ পূর্বপ্রস্তুতি :

আগাম ও তাপ সহনশীল জাত বপন করুন।

কৃষি আবহাওয়ার তথ্য পেতে ক্লিক করুন

দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :

দেড়ি না করে পরিপক্ক গম কেটে নিন। পরবর্তী ফসলের প্রস্তুতি নিন।

প্রস্তুতি : আগাম ও তাপ সহিষ্ণু জাত বোনার জন্য নির্বাচন করুন।

তথ্যের উৎস :

জলবায়ু পরিবর্তন ও কৃষি - কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, কৃষিবিদ ডঃ আবু ওয়ালী রাগিব হাসান । এবং দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি - বি এ আর সি।