ফসল : তরমুজ
বাংলা মাসের নাম : কার্তিক
ইংরেজি মাসের নাম : নভেম্বর
ফসল ফলনের সময়কাল : রবি , খরিফ- ১
দুর্যোগের নাম : খরা ও লবনাক্ততা
দুর্যোগ পূর্বপ্রস্তুতি :
দেশের দক্ষিণাঞ্চলে খরা ও লবনাক্ততা পরিহার করার জন্য আষাঢ় মাস (জুন-জুলাই) জমির এক কোনে মিনি পুকুর খনন করে বৃষ্টির পানি ধরে রেখে খরা ও লবণাক্ততা পরিহার করা যায়।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন
কৃষি আবহাওয়ার তথ্য পেতে ক্লিক করুন
দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :
মিনি পুকুর হতে ফসলে প্রয়োজনীয় সেচ দিন। কৃষি বিষয়ক তথ্য পেতে প্রবেশ করুন-
কৃষি তথ্য সার্ভিস (এ আই এস)
প্রস্তুতি : পানি সেচের প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে
তথ্যের উৎস :
দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।