ফসল : ভুট্টা
বাংলা মাসের নাম : বৈশাখ
ইংরেজি মাসের নাম : এপ্রিল
দুর্যোগের নাম : খরা
দুর্যোগ পূর্বপ্রস্তুতি :
সেচ নালা , সেচ যন্ত্র প্রস্তত রাখুন।
কৃষি আবহাওয়ার তথ্য পেতে ক্লিক করুন
দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :
ফিতা পাইপ দিয়ে ঝর্না দিয়ে সেচ দিন।
প্রস্তুতি : জমিতে সেচের নালা তৈরি/ মেরামত করে রাখুন। বাত্তি ফসল তুলে ফেলুন।
তথ্যের উৎস :
জলবায়ু পরিবর্তন ও কৃষি - কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, কৃষিবিদ ডঃ আবু ওয়ালী রাগিব হাসান । এবং দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি - বি এ আর সি ।