ফসল : ধান

বাংলা মাসের নাম : চৈত্র

ইংরেজি মাসের নাম : মার্চ

দুর্যোগের নাম : খরা

দুর্যোগ পূর্বপ্রস্তুতি :

১। পুকু্র, জলাশয়, খাল ও ডোবায় বৃষ্টির পানি ধরে রাখা

২। আবহাওয়ার প্রতি নজর রাখা ও সে অনুযায়ী পরিকল্পনা করা।

৩। নিচু জমিতে বোরো ধানের চাষ করুন।

৪। জৈব সার ব্যবহার করুন।

৫। খরা সহনশীল জাত যেমন ব্রি ধান৩২,ব্রি ধান৩৩, ব্রি ধান৩৯, ব্রি ধান৪২, ব্রি ধান৪৩, ব্রি ধান৫৬, ব্রি ধান৫৭ ইত্যাদি চাষ করা

কৃষি আবহাওয়ার তথ্য পেতে ক্লিক করুন

দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :

জমির আইল উচু করে অধিক পানি সংরক্ষণ করুন। প্রয়োজনে সম্পূরক সেচের ব্যবস্থা করুন।

তথ্যের উৎস :

আধুনিক ধানের চাষ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), ২০তম সংস্করণ, জুন-২০১৭।