ফসল : ধান

বাংলা মাসের নাম : পৌষ

ইংরেজি মাসের নাম : ডিসেম্বর

দুর্যোগের নাম : শৈত্য প্রবাহ

দুর্যোগ পূর্বপ্রস্তুতি :

রাতের তাপমাত্রা ১২-১৩ ডিগ্রী সে্লসিয়াস এবং দিনের তাপমাত্রা ২৮-২৯ ডিগ্রী সেলসিয়াস হলে শৈত্য প্রবাহের ক্ষতির সম্ভাবনা আছে।

কৃষি আবহাওয়ার তথ্য পেতে ক্লিক করুন

দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :

১। বীজতলার সময় শৈত্য প্রবাহ হলে ৩-৫ সেমিঃ পানি ধরে রাখা এবং স্বচ্ছ পলিথিন ছাউনি দিয়ে ঢেকে রাখতে হবে।

২। শৈত্য প্রবাহ শুরু হলে দেরীতে চারা রোপন করতে হবে।

৩। রোপনের পর কুশি অবস্থায় শৈত্য প্রবাহ শুরু হলে ৫-৭ সেমিঃ পানি রাখতে হবে।

তথ্যের উৎস :

আধুনিক ধানের চাষ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), ২০তম সংস্করণ, জুন-২০১৭।