পানি যাতে জমি থেকে সরে যায় তার ব্যবস্থা করতে হবে। জো বুঝে গাছের গোড়ার মাটি আলগা করে দেয়া যেতে পারে। চারা গাছ হেলে পড়ে গেলে সোজা করে দিতে হবে। প্রয়োজনে চারা গাছে খুঁটি বেঁধে দিতে হবে।
দুর্যোগ পূর্ববার্তা :
ইলেক্ট্রনিক গণ মাধ্যমে আবহাওয়া বার্তা শোনা। অথবা ইন্টারনেট থেকে তথ্য নেয়া। আরো বিস্তারিত জানতে নিকটস্থ কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন।
প্রস্তুতি : ফল পরিপক্ক হলে তা তুলে ফেলতে হবে।
তথ্যের উৎস :
দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।