পানি জমি থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলুন। জো বুঝে গাছের গোড়ার মাটি আলগা করে দিন। হেলে পড়া গাছ খুঁটি দিয়ে সোজা করে দিন।
দুর্যোগ পূর্ববার্তা :
গণ মাধ্যমে নিয়মিত প্রচারিত আবহাওয়া বার্তা জানুন।
প্রস্তুতি : বীজ মোটামুটি পরিপক্ক হলে তা তুলে ফেলুন।
তথ্যের উৎস :
জলবায়ু পরিবর্তন ও কৃষি -কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, কৃষিবিদ ডঃ আবু ওয়ালী রাগিব হাসান। এবং দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।