ফসল : পেয়ারা

বাংলা মাসের নাম : ফাল্গুন

ইংরেজি মাসের নাম : ফেব্রুয়ারী

ফসল ফলনের সময়কাল : সারা বছর

দুর্যোগের নাম : ঝড় / শিলাবৃষ্টি

দুর্যোগ পূর্বপ্রস্তুতি :

খুঁটি মেরামত করে মজবুত করে নিন। নিষ্কাশন নালা প্রস্তত রাখুন।

দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :

তাড়াতাড়ি অতিরিক্ত বৃষ্টির পানি বের করার ব্যবস্থা করুন।

দুর্যোগ পূর্ববার্তা : গণ মাধ্যমে বার্তা শোনা।

প্রস্তুতি : বাড়তি ফসল তুলে ফেলুন। খুটির ব্যবস্থা করুন।

তথ্যের উৎস :

জলবায়ু পরিবর্তন ও কৃষি-কৃষি তথ্য সার্ভিস (এআইএস)।

কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১২/০২/২০১৮