ফসল : বেগুন

বাংলা মাসের নাম : চৈত্র

ইংরেজি মাসের নাম : এপ্রিল

দুর্যোগের নাম : খরা

দুর্যোগ পূর্বপ্রস্তুতি :

সেচ যন্ত্র জোগার করুন, সারির থেকে মাটি গাছের গোড়ায় দিয়ে সেচ নালা তৈরি করুন। ফল পরিপক্ক হলে তা তুলে ফেলুন।

কৃষি আবহাওয়ার তথ্য পেতে ক্লিক করুন

দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :

 মাটি ও ফসলের অবস্থা  বুঝে সেচ দিন।

প্রস্তুতি : সেচের পানির উৎস জানুন, সেচ যন্ত্র জোগার করুন । ঝরনা সেচ যন্ত্র উত্তম।

তথ্যের উৎস :

দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।

কৃষি তথ্য সার্ভিস (এআইএস),১২/০২/২০১৮