ফসল : পুঁইশাক
বাংলা মাসের নাম : আষাঢ়
ইংরেজি মাসের নাম : জুন
ফসল ফলনের সময়কাল : খরিফ- ১
দুর্যোগের নাম : বৃষ্টি ও জলাদ্ধতা
দুর্যোগ পূর্বপ্রস্তুতি :
জমির পানি বের করার জন্য নালা তৈরি ও মেরামত করে রাখুন।
দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :
জমির পানি বের করার জন্য নালা কেটে দিন।
প্রস্তুতি : পানি বের করে দিতে নালা তৈরি ও মেরামত করে রাখুন।
তথ্যের উৎস :
জলবায়ু পরিবর্তন ও কৃষি, কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, কৃষিবিদ ডঃ আবু ওয়ালী রাগিব হাসান, ২০১৩।