ফসল : বরই

রোগের নাম : কুলের ফল পচা রোগ

রোগের কারণ : ছত্রাক

ক্ষতির ধরণ : ফলের নিম্নপ্রান্তে হালকা ধূসর বাদামি দাগ দেখা যায়। অনেক সময় ফলের গায়ে বাদামি বলয় সৃষ্টি করে। এ রোগের আক্রমণে ফল পচে যায় ও ফলে বিষাক্ত আলফা টক্সিন উৎপন্ন হয়।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : ফলের বাড়ন্ত পর্যায় , ফল পরিপক্ব

ফসলের যে অংশে আক্রমণ করে : ফল

ব্যবস্থাপনা :

গাছে ফুল আসার সময় প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে ইন্ডফিল এম-৪৫ ছাত্রাকনাশক মিশিয়ে ১০-১৫ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

পূর্ব-প্রস্তুতি :

নিয়মিত গাছ/বাগান পরিদর্শন করে ব্যবস্থা নিন। বাগান পরিষ্কার রাখুন।

তথ্যের উৎস :

সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমনকীটতত্ত্ব বিভাগবাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট২০১৭।