ফসল : ছোলা
রোগের নাম : ঢলে পড়া / নুয়ে পড়া
রোগের কারণ : ছত্রাক
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা
ব্যবস্থাপনা :
প্রপিকোনাজল জাতীয় ছত্রাকনাশক (যেমন টিল্ট ৫ গ্রাম) অথবা টেবুকোনাজল জাতীয় ছত্রাকনাশক (যেমন নাটিভো ৫ মিলিলিটার) ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ৭ দিন পর পর ২/৩ বার।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
পর্যাপ্ত জৈব সার ব্যবহার করতে হবে। রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে। বীজ শোধনের জন্য কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক যেমন ব্যভিস্টিন ৩ গ্রাম প্রতি কেজি বীজে মেশাতে হবে। রোগ প্রতিরোধী জাত বারি ছোলা-৩ ও ৪ এর চাষ করা যায়। আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করা যাবে নাহ।
বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
অন্যান্য :
তথ্যের উৎস :
ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃহাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।