ফসল : আলু
রোগের নাম : ভিতরের কালো দাগ
রোগের কারণ : অপরজীবী জনিত রোগ
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : আলূ
ব্যবস্থাপনা :
এই রোগের প্রতিকারের উপায় হল উচ্চ তাপমাত্রায় সংরক্ষণ না করা ও গুদামে বাতাস চলাচলে ব্যবস্থা রাখা।
তথ্যের উৎস :
কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১২/০২/২০১৮।