ফসল : আলু

রোগের নাম : অন্তর ফাঁপা রোগ

রোগের কারণ : অপরজীবী জনিত রোগ

ক্ষতির ধরণ : বড় বড় আলুর কেন্দ্রে অসম ফাঁপা অংশ সৃষ্টি হয়। পাশের কোষ সমূহ খসখসে ও বাদামি বর্ণ ধারণ করে যা বাহির থেকে বুঝা যায় না।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : আলূ

ব্যবস্থাপনা :

এই রোগের প্রতিকারের উপায় হল কম দূরত্বের বপন, সুষম সার ব্যবহার করা ও নিয়মিত সেচ প্রদান করা ।

তথ্যের উৎস :

কৃষি তথ্য সার্ভিস  (এআইএস), ১২/০২/২০১৮।