ফসল : আনারস

রোগের নাম : আনারসের ফল পচা

রোগের কারণ : ছত্রাক

ক্ষতির ধরণ : ফলের চোখগুলোয় প্রথমে আক্রমণ শুরু হয়। আক্রান্ত স্থান নরম, রসাল ও কালচে হয়ে পচে যায়। শেষে সম্পূর্ণ ফল পচে যায়।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : ফলের বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : ফল

ব্যবস্থাপনা :

সংগৃহীত ফল ১০% বেনজোইক এসিড দ্রবনে চুবিয়ে নিতে হবে। ছত্রাকনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশকের বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন

বালাইনাশক ব্যবহারের সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

জমি ও গাছ পরিচ্ছন্ন রাখা।

অন্যান্য :

আক্রান্ত ফল তুলে ধ্বংস করুণ।

তথ্যের উৎস :

ফল উৎপাদনের উন্নত কলাকৌশল, ২০১১, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।