ফসল : ব্রোকলি
রোগের নাম : ইয়োলো ভাইরাস রোগ
রোগের কারণ : ভাইরাস
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায় , চারা
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা
ব্যবস্থাপনা :
আক্রান্ত গাছ তুলে নষ্ট করুন; বাহক পোকা ধ্বংস করুন; ফসল সংগ্রহের পর অবশিষ্ট অংশ ধ্বংস করুন।
পূর্ব-প্রস্তুতি :
জমি পরিস্কার/পরিচ্ছন্ন রাখুন; ব্যবহৃত কৃষি যন্ত্রপাতি জীবানুমুক্ত রাখুন; আক্রান্ত গাছ আপসারণ করুন; একই জমিতে বার বার কপি জাতীয় ফসল চাষ করবেন না; আগাম বীজ বপন করুন; সুষম সার ব্যবহার করুন।
তথ্যের উৎস :
কৃষকের জানালা ওয়েবসাইট, ৩০/১০/১৮