ফসল : আলু

পোকার নাম : আলুর সুতলী পোকা

পোকা চেনার উপায় : আলুর সুতলী পোকার মথ আকারে ছোট, ঝালরযুক্ত, সরু ডানা বিশিষ্ট বাদামি হয়। পূর্ণাঙ্গ কীড়া সাদাটে বা হাল্কা গোলাপী বর্ণের এবং ১৫-২০ মি.মি লম্বা হয়ে থাকে।

ক্ষতির ধরণ : কীড়া আলুর মধ্যে লম্বা সুড়ঙ্গ করে আলুর ক্ষতি করে থাকে।

আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : আলূ

পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া

ব্যবস্থাপনা :

বাড়িতে সংরক্ষিত আলু শুকনা বালি, ছাই, তুষ, অথবা কাঠের গুড়ার একটি পাতলা স্তর (আলুর উপরে ০.৫ সেমি) দিয়ে ঢেকে দিতে হবে। আলু সংরক্ষণ করার আগে সুতলী পোকা আক্রান্ত আলু বেছে ফেলে দিতে হবে।

পূর্ব-প্রস্তুতি :

পরিচ্ছন্ন চাষাবাদ। জমি পর্যবেক্ষণ।বালাইনাশক ব্যবহারের পুর্বে পরিপক্ক ফল সংগ্রহ করুন।

তথ্যের উৎস :

কৃষি তথ্য সার্ভিস (এআইএস)), ১২/০২/২০১৮।