ফসল : মুগ ডাল

পোকার নাম : শুসরী পোকা

পোকার স্থানীয় নাম : : নেই

পোকা চেনার উপায় : গুদামজাত পোকা। পূর্ণ বয়স্ক পোকা খুব ছোট আকারের। এদের মাথায় দুইট করাতের মতো লম্বা শুং আছে। কীড়া প্রায় ৬ মিলিমিটার লম্বা, সাদা রঙের তবে মুখটা বাদামী রঙের হয়।

ক্ষতির ধরণ : এ পোকা ডালের খোসা ছিদ্র করে ভিতরে ঢুকে শাঁস খেতে থাকে। এর আক্রমণে ডালের দানার ওজন কমে যায়, খাওয়া যায় নাহ এবং বীজ থেকে চারাও হয়না।

আক্রমণের পর্যায় : বীজ

পোকামাকড় জীবনকাল : পূর্ণ বয়স্ক

ফসলের যে অংশে আক্রমণ করে : বীজ

পোকার যেসব স্তর ক্ষতি করে : সব , পূর্ণ বয়স্ক

ব্যবস্থাপনা :

প্রতি ১০০ কেজি বীজের বস্তার মধ্যে একটি অ্যালুমিনিয়াম ফসফাইড জাতীয় ট্যাবলেট যেমন ফসটক্সিন ট্যাবলেট দিয়ে বস্তার মুখ বন্ধ করে রেখে দিলে এই পোকার আক্রমণ থেকে অনেকদিন রক্ষা পাওয়া যায়। কীটনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

গুদামজাত করার আগে দানা ভালভাবে পরিষ্কার করতে হয়। শুকানোর পর দাঁত দিয়ে কাটলে যদি কট্ করে শব্দ হয় তাহলে বুঝতে হবে বীজ ভালোভাবে শুকানো হয়েছে। বেশিদিনের জন্য সংরক্ষন করলে মাঝে ২/৩ বার কড়া রোদে শুকিয়ে নিতে হবে।

অন্যান্য :

অল্প পরিমান বীজ সংরক্ষণের জন্য প্রতি কেজি বীজের জন্য প্রায় আধা মুখ (৩ মিলিলিটার) নিমের তেল বীজের সাথে মিশালে প্রায় ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।

তথ্যের উৎস :

সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।