ফসল : ধান

জাতের নাম : বিআর১০

জনপ্রিয় নাম : প্রগতি

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

গড় জীবনকাল প্রায় (দিন): ১৫০

ফলনের গুণগত বৈশিষ্ট্য : চাল মাঝারী চিকন ।

জাতের ধরণ : উফশী

জাতের বৈশিষ্ট্য :

অধিক ফলনশীল, জাতটি স্বল্প আলোক সংবেদনশীল বিধায় যদি ১৫-২০ জ্যৈষ্ঠ পর্যন্ত এগিয়ে এনে ২০-২৫ দিনের চারা রোপন করা যায় তাহলে ১০-১৫ কার্তিকের মধ্যে ফসল পাকে। ফলে ডাল, তেল, গম ফসল উপযুক্ত সময়ে বপন করা যায় এবং ফলনে তেমন কোন তারতম্য হয় না।

উচ্চতা (ইঞ্চি) : ৪৫

রোপণের সময় চারার বয়স : ৩০ দিন - ৪০ দিন

লাইন থেকে লাইনের দূরত্ব (ইঞ্চি ) : ১০

চারা থেকে চারার দূরত্ব (ইঞ্চি) :

শতক প্রতি ফলন (কেজি) : ২২ - ২৩

হেক্টর প্রতি ফলন (টন) : ৫.৫

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ৩.০ কেজি - ৩.৫ কেজি

প্রতি শতক বীজতলা থেকে তৈরিকৃত চারা দিয়ে রোপণকৃত জমির পরিমান : ৩৩.০ শতক

প্রতি একর (১০০ শতকে) জমি রোপণ/বপন করতে বীজের পরিমান : ১০.০ কেজি - ১২.০ কেজি

উপযোগী মাটি : এটেল-দোআঁশ

উৎপাদনের মৌসুম : আমন

বপনের উপযুক্ত সময় :

২৫ জৈষ্ঠ-১৫ আষাঢ় (৮-২৯জুন)

ফসল তোলার সময় :

১৫ কার্তিক-১৫ অগ্রহায়ণ (৩০ অক্টোবর-১৪ নমেম্বর)

তথ্যের উৎস :

আধুনিক ধানের চাষবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)২০তম সংস্করণজুন-২০১৭।

ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক তথ্য ভাণ্ডার১২/০২/২০১৮।