ফসল : মসুর
জাতের নাম : বারি মসুর-২
জনপ্রিয় নাম : সিন্ধু
উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
গড় জীবনকাল প্রায় (দিন): ১০৭
ফলনের গুণগত বৈশিষ্ট্য : হাজার বীজের গড় ওজন ১২-১৩ গ্রাম। রান্নার সময় ১৪-১৫ মিনিট ।
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
মাঝারি আকারের। সামন্য লতানো। পাতায় সরু আকর্ষী আছে। পাতা গাঢ় সবুজ, কান্ড হালকা সবুজ।
লাইন থেকে লাইনের দূরত্ব (ইঞ্চি ) : ১২
চারা থেকে চারার দূরত্ব (ইঞ্চি) : ৪
শতক প্রতি ফলন (কেজি) : ৬.০ - ৬.৯
হেক্টর প্রতি ফলন (টন) : ১.৫ থেকে ১.৭ টন
প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ১৫০ - ১৬২ গ্রাম
উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু
উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ
উৎপাদনের মৌসুম : রবি
বপনের উপযুক্ত সময় :
কার্তিকের ২য়- ৩য় সপ্তাহ (অক্টোবরের শেষ সপ্তাহ- নভেম্বরের ১ম সপ্তাহ )
ফসল তোলার সময় :
মধ্য ফালগুন-মধ্য চৈত্র ( মার্চ )
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।