ফসল : পটল

জাতের নাম : বারি পটল-২

জনপ্রিয় নাম : নেই

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)

গড় জীবনকাল প্রায় (দিন): ২৭০-৩০০

ফলনের গুণগত বৈশিষ্ট্য : ফল গাঢ় সবুজ রংয়ের, প্রতিটি ফলের গড় ওজন ১৫০-২০০ গ্রাম, লম্বায় ২৫-৩০ সেমি. এবং ব্যাস ৬-৭ সেমি.

জাতের ধরণ : উফশী

জাতের বৈশিষ্ট্য :

গাছ প্রতি ৩৮০ টি যার ও ওজন ১০৪কেজি

শতক প্রতি ফলন (কেজি) : ১১০ - ১২০

হেক্টর প্রতি ফলন (টন) : ২৭-৩০

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু

উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ

উৎপাদনের মৌসুম : খরিফ- ১

বপনের উপযুক্ত সময় :

আশ্বিন-কার্তিক(মধ্য সেপ্টেম্বর- মধ্য নভেম্বর) মাস এবং শীতের শেষে ফাল্গুন-চৈত্র (মধ্য ফেব্রুয়ারি- মধ্য এপ্রিল) মাস

ফসল তোলার সময় :

জ্যৈষ্ঠ-আষাঢ় অর্থাৎ লাগানোর ৯০-৯৫ দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭