ফসল : কলা

জাতের নাম : বারি কলা-১

জনপ্রিয় নাম : সাগর কলা

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)

গড় জীবনকাল প্রায় (দিন): ৩৫০

ফলনের গুণগত বৈশিষ্ট্য : কলা অমৃতসাগর ও মেহেরসাগরের মত দেখতে কিন্তু গাছ কিছুটা ছোট।

জাতের ধরণ : পাকা কলা

জাতের বৈশিষ্ট্য :

পাকা কলা উজ্জ্বল হলুদ। কাঁদিতে ৮-১১টি ফানা থাকে, সঠিক পরিচর্যায় ১৫০-২০০টি কলা পাওয়া যায়। একটি কলার গড় ওজন ১২৫ গ্রাম। মিষ্টতা ২৪%। কাঁদি প্রতি গড় ফলন ২৫ কেজি। দেশের সর্বত্র চাষের উপযোগী।

শতক প্রতি ফলন (কেজি) : ২০০ - ২৪০

হেক্টর প্রতি ফলন (টন) : ৫০ -৬০

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু

উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ

উৎপাদনের মৌসুম : সারা বছর

বপনের উপযুক্ত সময় :

চরম শীত ও বর্ষাকাল ছাড়া বছরের যে কোন সময় কলার চারা লাগানো যায়। তবে চারা লাগানোর সবচেয়ে ভাল সময় হল বর্ষা শেষে আশ্বিন-কার্তিক মাস। এ সময়ে লাগানো চারার ফলন সবচেয়ে বেশি হয়। এ ছাড়া মাঘ ও বৈশাখ মাসে চারা লাগানো যায়।

ফসল তোলার সময় :

রোপণের ১১-১২ মাসে।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।