ফসল : কলা

জাতের নাম : বারি কলা-২

জনপ্রিয় নাম : কাঁচকলা

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)

গড় জীবনকাল প্রায় (দিন): ৩৫০

ফলনের গুণগত বৈশিষ্ট্য : এটি কাঁচা কলার জাত। সঠিক পরিচর্যায় ১০০-১৫০টি কলা পাওয়া যায়। কলা মাঝারী, গাঢ় সবুজ। সহজে সিদ্ধ হয়। কাঁদি প্রতি গড় ফলন ১৫ কেজি তাতে ফলের সংখ্যা ৯৯। কলার গড় ওজন ১০০ গ্রাম, খেতে ভালো।

জাতের ধরণ : হাইব্রিড

জাতের বৈশিষ্ট্য :

গাছ বেশ মোটা, শক্ত এবং মাঝারি আকারের।

শতক প্রতি ফলন (কেজি) : ১৪০ - ১৬০

হেক্টর প্রতি ফলন (টন) : ৩৫ - ৪০

উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ

উৎপাদনের মৌসুম : সারা বছর

বপনের উপযুক্ত সময় :

চরম শীত ও বর্ষাকাল ছাড়া বছরের যে কোন সময় কলার চারা লাগানো যায়। তবে চারা লাগানোর সবচেয়ে ভাল সময় হল বর্ষা শেষে আশ্বিন-কার্তিক মাস। এ সময়ে লাগানো চারার ফলন সবচেয়ে বেশি হয়। এ ছাড়া মাঘ ও বৈশাখ মাসে চারা লাগানো যায়।

ফসল তোলার সময় :

রোপণের ১১-১২ মাসে।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।