উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।
গড় জীবনকাল প্রায় (দিন): ১৫২
ফলনের গুণগত বৈশিষ্ট্য : চাল মাঝারি মোটা।
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
আগাম জাত। জাতটি ব্রি ধান২৮ এর পরিপুরক হিসেবে চাষাবাদ করা যায়।লবণাক্ততা সহনশীল জাত। চারা অবস্থায় ১২-১৪ ডি এস/মিটার (৩ সপ্তাহ পর্যন্ত) পানির লবণাক্ততা সহ্য করতে পারে এবং বাকী জীবনকালের জন্য সহিষ্ণু মাত্রা ৬ ডি এস/মিঃ। এ ধানের ভাত ঝরঝরে হয় এবং দীর্ঘ সময় রাখলেও নষ্ট হয় না। অধিক পরিপক্ক হলে শিষ থেকে ধান ঝরে পড়ে।