পাতা:ওজন=৪.৩৯ গ্রাম, দৈর্ঘ্য=৬ইঞ্চি, প্রস্থ=৫.৬ইঞ্চি।বোঁটা:ওজন=১.৭৮-১.৮৬ গ্রাম, দৈর্ঘ্য=২.৪ইঞ্চি।রাজশাহী অঞ্চলে শতকরা ৯০ ভাগ জমিতে এ পান চাষ হয়। সবচেয়ে বেশি এ পান চাষ হয়। পাতার ফলক বড়, পাতলা, গোলাকার ও পাতাগ্র ছোট। পাতার বোঁটা বেশ লম্বা, এর শাখা হয় না। ফলন সব থেকে বেশি। স্বাদও ভালো।