উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।
গড় জীবনকাল প্রায় (দিন): ১৫০
ফলনের গুণগত বৈশিষ্ট্য : চাল খাটো, মোটা ও সাদা।
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
আলোক সংবেদনশীল, নাবিজাত। এদের বীজ ২০-৩০ শ্রাবণে বপন করে ৩০-৪০ দিনের চারা সর্বশেষ ৩১ ভাদ্র পর্যন্ত রোপন করা যায়। অর্থাৎ আউশ ও পাট কাটা জমি অথবা বন্যা প্রবণ এলাকা যেখানে ১৫ ভাদ্রের পর রোপনের উপযোগী সেখানে এ জাতের আবাদ করা যায়।