ফলনের গুণগত বৈশিষ্ট্য : মাংস বেশ পুরু, গাঢ় লাল, স্বাদে বেশ মিষ্টি ও সুগন্ধিযুক্ত।
জাতের ধরণ : হাইব্রিড
জাতের বৈশিষ্ট্য :
চারা রোপনের ৩-৪ মাসের মধ্যে ফুল আসে এবং প্রথম ফল পাওয়া যায় ৬-৮ মাসের মধ্যে। প্রতিটি গাছে ৫০-১২০ পর্যন্ত ফল ধারন করে। এই জাতের পেঁপে গুলি বেশ বড়। এক একটি ফলের ওজন ১.৫ থেকে ২ কেজি। মাংস বেশ পুরু, গাঢ় লাল, স্বাদে বেশ মিষ্টি ও সুগন্ধিযুক্ত। ফলের রং লাল-সবুজ।। এই জাতের পেঁপে রিং স্পট ভাইরাস রোগ সহ্য ক্ষমতা আছে।
উচ্চতা (ইঞ্চি) : ১১৮
শতক প্রতি ফলন (কেজি) : ১৪০ - ১৬০
হেক্টর প্রতি ফলন (টন) : ৩৫-৪০টন
প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ০.৪ - ০.৬ গ্রাম
উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু
উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ
উৎপাদনের মৌসুম : সারা বছর
বপনের উপযুক্ত সময় :
আশ্বিন (সেপ্টেম্বর- অক্টোবর) এবং পৌষ (ডিসেম্বর- জানুয়ারি)
ফসল তোলার সময় :
প্রথম ফল পাওয়া যায় ৭-৯ মাসের মধ্যে। পুষ্ট হওয়ার সময় কোন কোন ফলে হলুদ রং ধারন করবে। পুষ্ট ফলে কিছু দিয়ে খোচা দিলে থেকে পানির মত তরল আঠা বের হবে। অপুষ্ট ফল থেকে দুধের মত ঘন আঠাবের হবে।