ফসল : বেগুন

জাতের নাম : বারি বেগুন-২

জনপ্রিয় নাম : তারাপুরী

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)

গড় জীবনকাল প্রায় (দিন): ১৩৫

ফলনের গুণগত বৈশিষ্ট্য : চেপ্টা, হালকা হলদেটে

জাতের ধরণ : হাইব্রিড

জাতের বৈশিষ্ট্য :

গাছ মাঝারি আকারের। গাছ প্রতি ফল গড়ে-৬৫-৭৫ টি। ফল গাঢ় বেগুনি, লম্বা বেলুনাকার। চামড়া পাতলা, শাঁস নরম। । প্রতি ফলের ওজন প্রায় ১২৫-১৫০ গ্রাম।

লাইন থেকে লাইনের দূরত্ব (ইঞ্চি ) : ৩০

চারা থেকে চারার দূরত্ব (ইঞ্চি) : ২৮

শতক প্রতি ফলন (কেজি) : ২০০ - ২২০

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ০.৪৫ গ্রাম - ০.৫০ গ্রাম

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু , মাঝারি নিচু জমি

উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ, পলি-দোআঁশ

উৎপাদনের মৌসুম : রবি

বপনের উপযুক্ত সময় :

মধ্য ভাদ্র- মধ্য কার্তিক (সেপ্টেম্বর -অক্টোবর) 

ফসল তোলার সময় :

চারা লাগানোর ৬০-৭০দিন পর ফল তোলার উপযোগী হয় এবং ৩-৪ মাস পর্যন্ত ফল সংগ্রহ করা যায় ।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।