ফসল : পাট

জাতের নাম : এটম পাট-৩৮

জনপ্রিয় নাম : নেই

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)

গড় জীবনকাল প্রায় (দিন): ১৩০-১৩৫

ফলনের গুণগত বৈশিষ্ট্য : সাদা আঁশ

জাতের ধরণ : দেশি

জাতের বৈশিষ্ট্য :

আঁশ সাদা। জলমগ্ন থাকাকালে  গাছের গোঁড়ার দিকে অস্থানিক মূল কম বের হয়। কাণ্ড বেসি মজবুত থাকায় উহা ঝড়ে ভেঙ্গে যাবার প্রবণতা কম। জাতটি অন্য জাত উদ্ভাবনে সহায়ক হিসেবে কাজ করে।

উচ্চতা (ইঞ্চি) : ১১০-১২৭

শতক প্রতি ফলন (কেজি) : ১০ - ১২

হেক্টর প্রতি ফলন (টন) : ২.৫- ৩.০০

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ২৮ গ্রাম - ৩২ গ্রাম

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি নিচু জমি , অতি নিচু জমি

উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ

উৎপাদনের মৌসুম : খরিফ- ১

বপনের উপযুক্ত সময় :

ফাল্গুন ৩য় সপ্তাহ হতে চৈত্র মাসের শেষ পর্যন্ত (মার্চ-এপ্রিল)।

ফসল তোলার সময় :

বপনের ১৩০-১৩৫ দিন পর।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, কেনাফ ও মেস্তা (বিজেআরআই). প্রথম প্রকাশ, জুন-২০০৮। কৃষি ডায়েরি-২০১৫।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), ১৫-১২-২০১৭।