ফসল : ধান

জাতের নাম : ব্রি ধান৩৩

জনপ্রিয় নাম : নেই

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

গড় জীবনকাল প্রায় (দিন): ১১৮

ফলনের গুণগত বৈশিষ্ট্য : চাল খাটো, মোটা পেটে সাদা দাগ।

জাতের ধরণ : উফশী

জাতের বৈশিষ্ট্য :

আগাম জাত, আলোক সংবেদনশীলতা নেই। কৃষক তার ইচ্ছামত যেদিন ফসল কাটতে চায় সেদিনই তা পারেন। এজন্য এজাতের জীবনকাল অনুযায়ী কাটার ততদিন পূর্বে বীজ বপন করে ২৫-৩০ দিনের চারা রোপন করতে পারে।

উচ্চতা (ইঞ্চি) : ৩৯

রোপণের সময় চারার বয়স : ২৫ দিন - ৩০ দিন

লাইন থেকে লাইনের দূরত্ব (ইঞ্চি ) :

চারা থেকে চারার দূরত্ব (ইঞ্চি) :

শতক প্রতি ফলন (কেজি) : ১৬ - ১৭

হেক্টর প্রতি ফলন (টন) : ৪.৫

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ৩.০ কেজি - ৩.৫ কেজি

প্রতি শতক বীজতলা থেকে তৈরিকৃত চারা দিয়ে রোপণকৃত জমির পরিমান : ৩৩.০ শতক

প্রতি একর (১০০ শতকে) জমি রোপণ/বপন করতে বীজের পরিমান : ১০.০ কেজি - ১২.০ কেজি

উপযোগী মাটি : দোআঁশ, এটেল-দোআঁশ

উৎপাদনের মৌসুম : আমন

বপনের উপযুক্ত সময় :

২১-৩০ আষাঢ় (৫-১৪ জুলাই)

ফসল তোলার সময় :

২১-৩০ কার্তিক (৫-১৪ নমেম্বর)

তথ্যের উৎস :

আধুনিক ধানের চাষবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)২০তম সংস্করণজুন-২০১৭।

ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক তথ্য ভাণ্ডার১২/০২/২০১৮।