উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।
গড় জীবনকাল প্রায় (দিন): ১০৫
ফলনের গুণগত বৈশিষ্ট্য : চাল লম্বা ও সরু।
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
স্বল্প আলোক সংবেদনশীল। এ জাতের জীবনকাল স্বল্প হওয়ায় খরা দেখা দেয়ার পূর্বেই দানা দুধ অবস্থা থেকে আধা শক্ত অবস্থায় চলে আসে তাই একে খরা পরিহারকারী জাত বলা হয়। প্রজনন পর্যায়ে একটানা ১০-১৪ দন বৃষ্টি না হলেও ফলনের কোন ক্ষতি হয় না।