ফসল : সয়াবিন

জাতের নাম : বিনা সয়াবিন-৪

জনপ্রিয় নাম : নেই

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)

গড় জীবনকাল প্রায় (দিন): ১১০-১২৫

ফলনের গুণগত বৈশিষ্ট্য : তেলের পরিমাণ ৩৫-৪০%।

জাতের ধরণ : আধুনিক

জাতের বৈশিষ্ট্য :

বীজের ত্বক হলুদ এবং গাছ স্বল্প দৈর্ঘ্য বিশিষ্ট।

উচ্চতা (ইঞ্চি) : ২৭-২৮

শতক প্রতি ফলন (কেজি) : ১০ - ১১

হেক্টর প্রতি ফলন (টন) : ২.৩-২.৫

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ১৬০ - ১৭০

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু

উপযোগী মাটি : বেলে, দোআঁশ, বেলে-দোআঁশ, পলি-দোআঁশ, এটেল-দোআঁশ

উৎপাদনের মৌসুম : রবি

বপনের উপযুক্ত সময় :

পৌষ (মধ্য ডিসেম্বর-মধ্য জানিয়ায়ি)                                                           

ফসল তোলার সময় :

বোনার ৯০-১০০ দিনের মাঝে গাছ ও ফল /শুঁটি হলদে হয়ে এলে।

রোগ প্রতিরোধ ক্ষমতা : সয়াবিনের মোজাইক

তথ্যের উৎস :

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট , ২/২/২০১৮।