এ জাতের প্রতিটি গাছে ১৮০-২০০ টি ফল ধরে। চারা লাগানোর ৭০-৭৫ দিনের মধ্যে ফল পাকতে শুরু করে। গাছ প্রতি ফলন প্রায় ১ কেজি। মাসধিককাল ফল সংগ্রহ করা যায়। ফল অধিক মিষ্টি।
উচ্চতা (ইঞ্চি) : ৭৭
রোপণের সময় চারার বয়স : ৩০ দিন - ৩৫ দিন
লাইন থেকে লাইনের দূরত্ব (ইঞ্চি ) : ২৪
চারা থেকে চারার দূরত্ব (ইঞ্চি) : ১৬
শতক প্রতি ফলন (কেজি) : ১৫০ - ১৮২
হেক্টর প্রতি ফলন (টন) : শীতকালেঃ ৪০/ গ্রীষ্মকালেঃ ১৭
প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ০.৮০ গ্রাম - ০.৮১ গ্রাম
প্রতি একর (১০০ শতকে) জমি রোপণ/বপন করতে বীজের পরিমান : ৮০ গ্রাম - ৮১ গ্রাম