ফসল : মাসকলাই

জাতের নাম : বারি মাস-৩

জনপ্রিয় নাম : নেই

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)

গড় জীবনকাল প্রায় (দিন): ৭০-৭৫

ফলনের গুণগত বৈশিষ্ট্য : বীজের রং কালচে। হাজার বীজের ওজন ৪০-৪৫ গ্রাম।

জাতের ধরণ : উফশী

জাতের বৈশিষ্ট্য :

দিবস নিরপেক্ষ।পাকা ফলের রং কালো, ফলের গায়ে শুং আছে। ডাল রান্না হওয়ার সময়কাল ৩০-৩৭ মিনিট। আমিষের পরিমাণ ২১-২৪%।

লাইন থেকে লাইনের দূরত্ব (ইঞ্চি) : ১২

শতক প্রতি ফলন (কেজি) : ৩.৫ - ৪.৫

হেক্টর প্রতি ফলন (টন) : ১.৬-১.৮

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ১৪০ গ্রাম - ১৬০ গ্রাম

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু

উপযোগী মাটি : বেলে-দোআঁশ, পলি-দোআঁশ

উৎপাদনের মৌসুম : খরিফ- ১

বপনের উপযুক্ত সময় :

খরিফ-১=মধ্য-ফাল্গুন থেকে ৩০ফাল্গুন (ফেব্রুয়ারির শেষ হতে মধ্য-মার্চ)।

ফসল তোলার সময় :

খরিফ-১ মৌসুমে মধ্য বৈশাখ (মে মাসের শেষ)। 

রোগ প্রতিরোধ ক্ষমতা : হলদে মোজাইক ভাইরাস

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭