ফসল : বরই
জাতের নাম : বারি কুল ১
জনপ্রিয় নাম : নেই
উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
জাতের ধরণ : উন্নত জাত
জাতের বৈশিষ্ট্য :
দেখতে নারিকেলের মতো, দুপ্রান্ত সরু, মিষ্টি, সুস্বাদু। রাজশাহী, খুলনায় চাষাবাদের উপযোগী। ব্রিক্স মান ১২.৮%। ফল মাঝারি, গড় ওজন ২৩ গ্রাম, কচকচে ও মিষ্টি, বীজ ছোট।
শতক প্রতি ফলন (কেজি) : ৪০ - ৬০
হেক্টর প্রতি ফলন (টন) : ১০-১৫
প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ৩০০ টি - ৬২৫ টি
উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু
উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ
উৎপাদনের মৌসুম : খরিফ- ১
বপনের উপযুক্ত সময় :
জ্যৈষ্ঠ-আষাঢ় ও ভাদ্র-আশ্বিন
ফসল তোলার সময় :
মধ্য পৌষ-মধ্য চৈত্র/ জানুয়ারি-মার্চ
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।