উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)
গড় জীবনকাল প্রায় (দিন): ১১৫
ফলনের গুণগত বৈশিষ্ট্য : ফল অনেকটা ডিম্বাকৃতির
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
এ জাতের প্রতিটি গাছে ৪০-৪৫ টি ফল ধরে। প্রতিটি ফলের গড় ওজন ৬৫-৭০ গ্রাম। চারা লাগানোর ৬০-৭০ দিনের মধ্যে ফল পাকতে শুরু করে। এবং ২৫-৩০ দিন ধরে ফল সংগ্রহ করা যায়। ফলের ত্বক পুরু এবং দৃঢ় প্রকৃতির বিধায় অনেক দিন সংরক্ষণ করা যায়।
উচ্চতা (ইঞ্চি) : ৭৩
রোপণের সময় চারার বয়স : ৩০ দিন - ৩৫ দিন
লাইন থেকে লাইনের দূরত্ব (ইঞ্চি ) : ২৪
চারা থেকে চারার দূরত্ব (ইঞ্চি) : ২০
শতক প্রতি ফলন (কেজি) : ৩২৩ - ৩৪৪
হেক্টর প্রতি ফলন (টন) : ৭৭
প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ০.৮০ গ্রাম - ০.৮১ গ্রাম
প্রতি একর (১০০ শতকে) জমি রোপণ/বপন করতে বীজের পরিমান : ৮০ গ্রাম - ৮১ গ্রাম