উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
আগাম জাত কাঁটাযুক্ত। পাকা আনারসের শাঁস হলুদ, চোখ সূঁচাল ও উন্নত। সবচেয়ে বেশি মিষ্টি। পার্বত্য জেলা ও শ্রীমঙ্গলে চাষ হয়ে থকে। রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বেশী। পাইনআপেল নামে পরিচিত। হরমোন প্রয়োগের মাধ্যমে চাষ হয়। প্রতিটি ফল ১.০০ কেজি।