ফসল : তরমুজ
জাতের নাম : বঙ্গ লিঙ্ক
জনপ্রিয় নাম : বঙ্গ লিঙ্ক
উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : লাল তীর সীড লিমিটেড
ফলনের গুণগত বৈশিষ্ট্য : ফল আয়তাকার ও সবুজাভ রেখাসহ হালকা সবুজ
জাতের ধরণ : হাইব্রিড
জাতের বৈশিষ্ট্য :
ফলের ওজন গড়ে ১০-১২ কেজি। শাঁস টকটকে লাল ও খুব মিষ্টি।
শতক প্রতি ফলন (কেজি) : ৪০০ - ৪৫০
উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু
উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ
উৎপাদনের মৌসুম : খরিফ- ১
বপনের উপযুক্ত সময় :
নভেম্বর- ডিসেম্বর
তথ্যের উৎস :
লাল তীর সীড লিঃ ওয়েবসাইট