উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিএইউ)
গড় জীবনকাল প্রায় (দিন): ২১৯১
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
পেকটিন এর পরিমাণ বেশী থাকে বলে জ্যাম ও জেলী তৈরীর উপযোগী। শাঁস টুকটুকে লাল। স্বাদ অত্যন্ত টক। ফলের বুনট নরম। অমৌসুমে ফল দেয়। প্রতিটি ফলের ওজন ১২০-২৫০ গ্রাম।