ফসল : তরমুজ

জাতের নাম : এম এস সি বাংলালিংক

জনপ্রিয় নাম : এম এস সি বাংলালিংক

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : মল্লিকা সীড কোং

ফলনের গুণগত বৈশিষ্ট্য : লম্বাটে গোলাকার

জাতের ধরণ : হাইব্রিড

জাতের বৈশিষ্ট্য :

চামড়ার রঙ সাদা, সবুজ ও ডোরা কাটা। ফলের ওজন ১০-১২ কেজি

শতক প্রতি ফলন (কেজি) : ৪০০ - ৫০০

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু

উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ

উৎপাদনের মৌসুম : খরিফ- ১

বপনের উপযুক্ত সময় :

কার্ত্তিক থেকে মাঘ (দক্ষিণাঞ্চলের জন্য) অগ্রাহায়ন থেকে ফাল্গুন (উত্তরাঞ্চলের জন্য)

ফসল তোলার সময় :

৭৫-৮০ দিন (বীজ বপনের পর)    

তথ্যের উৎস :

মল্লিকা সীড কোং ওয়েবসাইট