ফসল : মুলা

জাতের নাম : বারি মূলা-১

জনপ্রিয় নাম : তাসাকিসান

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)

গড় জীবনকাল প্রায় (দিন): ৫৫

ফলনের গুণগত বৈশিষ্ট্য : ধবধবে সাদা ও বেলুনাকৃতির। পাতায় শুং থাকেনা বিধায় শাকের উপযোগী। অর্ধেকের বেশি অংশ মাটির উপরিভাগের থাকে। মূলা খেতে সুস্বাদু ও প্রায় ঝাঁঝহীন।

জাতের ধরণ : উফশী

জাতের বৈশিষ্ট্য :

প্রতিটি মূলার ওজন ৯০০-১১০০ গ্রাম। বীজ বোনার ১৫-২০ দিন পর থেকে শাক এবং ৪৫ দিনের মধ্যে সংগ্রহ করা যায়।

শতক প্রতি ফলন (কেজি) : ২৮৫ - ৩৩১

হেক্টর প্রতি ফলন (টন) : ৭০-৮০ টন, তবে বীজ ১.০-১.৫ টন

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু

উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ

উৎপাদনের মৌসুম : রবি

বপনের উপযুক্ত সময় :

আশ্বিন - কার্তিক (মধ্য সেপ্টেম্বর- মধ্য নভেম্বর)

ফসল তোলার সময় :

মুলার জন্য পৌষ (জানুয়ারি-ফেব্রুয়ারি), বীজের জন্য ফাল্গুন-চৈত্র (ফেব্রুয়ারি-এপ্রিল)। 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।