ফসল : লাউ
জাতের নাম : বারি সীতালাউ-১
জনপ্রিয় নাম : সীতা লাউ
উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
ফলনের গুণগত বৈশিষ্ট্য : খাটো এবং মোটা।খয়েরি রঙের শক্ত খোসা।
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
লম্বা লম্বি ৪ শিরা বিশিষ্ট । ফলের ত্বক হালকা সবুজ ও মসৃণ।
লাইন থেকে লাইনের দূরত্ব (ইঞ্চি ) : ৭৮.৭
চারা থেকে চারার দূরত্ব (ইঞ্চি) : ৭৮.৭
শতক প্রতি ফলন (কেজি) : ২১০ - ২৪০ কেজি
হেক্টর প্রতি ফলন (টন) : ৫৫-৬০ টন
প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ৩.৫ - ৪ গ্রাম
উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু
উপযোগী মাটি : দোআঁশ, এটেল-দোআঁশ
উৎপাদনের মৌসুম : সারা বছর
বপনের উপযুক্ত সময় :
বহু বর্ষজীবী। প্রধাণত মধ্য জ্যৈষ্ঠ-মধ্য শ্রবণ (জুন জুলাই)। সেচের সুবিধা থাকলে, যে কোন সময়ে।
ফসল তোলার সময় :
৫-৭ বছরের একটি গাছে বসরে ৩০-৪০টি ফল ধরে। লম্বায় ১২-১৪সেন্টিমিটার, বেড় ৮-৯ সেন্টিমিটার। ফলের গড় ওজন ৭০০গ্রাম।
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ,সেপ্টেম্বর, ২০১৭।