উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
গড় জীবনকাল প্রায় (দিন): ৯৩
জাতের ধরণ : উন্নত জাত
জাতের বৈশিষ্ট্য :
আলু খাটো ডিম্বাকৃতি থেকে লম্বা ডিম্বাকৃতির।আলুর চামড়ার রং হলুদ, শাঁসের রং হালকা হলুদ।গাছ মধ্যম উচ্চতা সম্পন্ন ইন্টারমিডিয়েট টাইপ এবং কান্ড সবুজ এবং গোড়ার দিকে এন্থোসায়ানিন কম। পাতা মধ্যম আকার, কম ঢেউ খেলানো এবং মধ্য শিরায় এন্থোসায়ানিন নেই।
শতক প্রতি ফলন (কেজি) : ১৬০ - ১৬৫
হেক্টর প্রতি ফলন (টন) : ৩৯.৯৬
প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ৬ কেজি - ৭ কেজি
উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু
উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ
উৎপাদনের মৌসুম : রবি
বপনের উপযুক্ত সময় :
উত্তরাঞ্চলে মধ্য কার্তিক (নভেম্বর প্রথম সপ্তাহ),দক্ষিণাঞ্চলে অগ্রহায়ণের ১ম সপ্তাহ থেকে ২য় সপ্তাহ (নভেম্বর মাসের মধ্য থেকে শেষ সপ্তাহ)।
ফসল তোলার সময় :
জানুয়ারীর ৩য় সপ্তাহ থেকে ফেব্রুয়ারীর ২য় সপ্তাহ পর্যন্ত
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।