ফসল : ধান
জাতের নাম : ব্রি ধান৭৪
জনপ্রিয় নাম : নেই
উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।
গড় জীবনকাল প্রায় (দিন): ১৪৭
ফলনের গুণগত বৈশিষ্ট্য : চাল মাঝারি মোটা ও সাদা।
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
জিঙ্ক সমৃদ্ধ জাত (২৪.২ মিলিগ্রাম/কেজি)।
উচ্চতা (ইঞ্চি) : ৩৮
রোপণের সময় চারার বয়স : ৩৫ - ৪০
লাইন থেকে লাইনের দূরত্ব (ইঞ্চি ) : ৮
চারা থেকে চারার দূরত্ব (ইঞ্চি) : ৬
শতক প্রতি ফলন (কেজি) : ২৮ - ৩০
হেক্টর প্রতি ফলন (টন) : ৭
উপযোগী মাটি : দোআঁশ
উৎপাদনের মৌসুম : বোরো
বপনের উপযুক্ত সময় :
১ অগ্রহায়ণ ১৫ অগ্রহায়ণ
(১৫-৩০ নভেম্বর)
ফসল তোলার সময় :
৩০ চৈত্র থেকে ১১ জৈষ্ঠ
(১৩ এপ্রিল থেকে ১৫ ই মে)
রোগ প্রতিরোধ ক্ষমতা : ব্লাস্ট
তথ্যের উৎস :
আধুনিক ধানের চাষ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), ২০তম সংস্করণ, ২০১৭। ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক তথ্য ভাণ্ডার, ১২/০২/২০১৮।