উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)
গড় জীবনকাল প্রায় (দিন): ১৫০
ফলনের গুণগত বৈশিষ্ট্য : রান্নার পর ভাত ঝরঝরে হয় এবং দীর্ঘক্ষণ রাখলে নষ্ট হয় না।
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
পাতা গাঢ় সবুজ, লম্বা ও চওড়া। ডিগ পাতা খাঁড়া। জাতটিপাতা পোড়া, খোল পচা ও কান্ড- পচা এসব রোগ তুলনামূলকভাবে বেশি প্রতিরোধ করতে পারে। এছাড়া এ জাতটির প্রায় সব ধরনের পোকার আক্রমণ বিশেষ করে বাদামি গাছ ফড়িং, গলমাছি ও পামরি পোকার আক্রমণ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। বিনা ধান১৮ বোরো মৌসুমের জন্য অনুমোদিত হলেও জাতটি আউশ মৌসুমে চাষ করা যায়।
উচ্চতা (ইঞ্চি) : ৪০
রোপণের সময় চারার বয়স : ৩৫ দিন - ৪০ দিন
লাইন থেকে লাইনের দূরত্ব (ইঞ্চি ) : ১০
চারা থেকে চারার দূরত্ব (ইঞ্চি) : ৮
শতক প্রতি ফলন (কেজি) : ৪০ - ৪২
হেক্টর প্রতি ফলন (টন) : ১০
উপযোগী মাটি : দোআঁশ
উৎপাদনের মৌসুম : বোরো
বপনের উপযুক্ত সময় :
বোরো মৌসুমে অঞ্চল ভেদে ২০ কার্তিক থেকে ৫ অগ্রহায়ণ পর্যন্ত।
ফসল তোলার সময় :
শীষে ধান পেকে গেলেই ফসল কাটতে হবে। অধিক পাকা অবস্থায় ফসল কাটলে অনেক ধান ঝরে পড়ে, শীষ ভেঙে যায়। শীষের শতকরা ৮০ ভাগ ধানের চাল শক্ত ও স্বচ্ছ হলে ধান ঠিকমতো পেকেছে বলে বিবেচিত হবে। মাড়াই করার পর ধান অন্তত ৪-৫ দিন রোদে ভালোভাবে শুকানোর পর ঝেড়ে গোলাজাত করতে হবে।
পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা : পামরি পোকা
রোগ প্রতিরোধ ক্ষমতা : খোল পচা
তথ্যের উৎস :
আধুনিক ধানের চাষ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), ২০তম সংস্করণ, জুন-২০১৭।