ফসল : ধনিয়া

জাতের নাম : বারি ধনিয়া-২

জনপ্রিয় নাম : নেই

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)

গড় জীবনকাল প্রায় (দিন): ১২০

ফলনের গুণগত বৈশিষ্ট্য : বীজ মাঝারি আকারের। ১০০০ বীজের গড় ওজন ১১.৫৩ গ্রাম।

জাতের ধরণ : উফশী

জাতের বৈশিষ্ট্য :

গাছ প্রতি পাতার সংখ্যা ১৮-২১ টি। গাছে গড় আম্বেল ৬৩ টি। বীজ বপনের ৩০-৩৫ দিন পর থেকেই পাতা ব্যাবহার করা যায়।

শতক প্রতি ফলন (কেজি) : ৬.৮ - ৮.০

হেক্টর প্রতি ফলন (টন) : পাতাঃ ৫.০০-৭.৫০; বীজঃ ১.৭০-২.০০

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ৮০ - ১০০

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু

উপযোগী মাটি : বেলে-দোআঁশ, এটেল-দোআঁশ

উৎপাদনের মৌসুম : রবি

বপনের উপযুক্ত সময় :

আশ্বিন থেকে মধ্য কার্তিক (অক্টোবর)। এপ্রিল-জুন মাসের তীব্র গরম বাদ দিয়ে প্রায় সারা বছর।

ফসল তোলার সময় :

পাতাঃ ৩০-৩৫ দিনে।  বীজঃ ১১০-১২০দিনে। 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, খণ্ড-২, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।