উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)
গড় জীবনকাল প্রায় (দিন): ১৬০-১৭০
ফলনের গুণগত বৈশিষ্ট্য : সারা দেশে চাষ করা যায়।
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
সারা দেশে চাষ করা যায়। প্রতি গাছে ৬৫-৭০ টি চিচিঙ্গা ধরে এবং গড় ওজন ১২০-১৩০ গ্রাম।
শতক প্রতি ফলন (কেজি) : ১০০ - ১২০
হেক্টর প্রতি ফলন (টন) : ২৫-৩০
প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ১২ - ১৫ গ্রাম
উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু
উপযোগী মাটি : বেলে-দোআঁশ
উৎপাদনের মৌসুম : খরিফ- ১
বপনের উপযুক্ত সময় :
ফেব্রুয়ারি-জুন
ফসল তোলার সময় :
চারা গজানোর ৬০-৭০ দিন পর চিচিঙ্গার গাছ ফল দিতে থাকে। স্ত্রীফুলের পরাগায়নের ১০-১৩ দিনের মধ্যে ফল খাওয়ার উপযুক্ত হয়। ফল আহরণ একবার শুরু হলে তা দুই আড়াই মাস পর্যন্ত অব্যাহত থাকে।
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ,সেপ্টেম্বর, ২০১৭।