ফসল : চালকুমড়া

জাতের নাম : বারি চালকুমড়া-১

জনপ্রিয় নাম : নেই

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)

গড় জীবনকাল প্রায় (দিন): ১২০-১৪০

ফলনের গুণগত বৈশিষ্ট্য : কচি অবস্থায় যত বেশি সংগ্রহ করা যায় তত বেশি ফল ধরে

জাতের ধরণ : উফশী

জাতের বৈশিষ্ট্য :

উচ্চ তাপ ও অতি বৃষ্টি সহিষ্ণু এবং বৃষ্টিপ্রবণ এলাকায় চাষ করা যায়। পুরষ ও স্ত্রী ফুল যথাক্রমে রোপণের ৪০-৪৫ দিন এবং ৫৫-৬০ দিনের মধ্যে ফোটে সবুজ রংয়ের ফলের আকৃতি মাঝারী লম্বাকৃতির। চালকুমড়া কচি অবস্থায় যত বেশি সংগ্রহ করা যায় তত বেশি ফল ধরে

শতক প্রতি ফলন (কেজি) : ১১০ - ১৩০

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ২.৫ - ৩ গ্রাম

উৎপাদনের মৌসুম : খরিফ- ১

বপনের উপযুক্ত সময় :

ফেব্রু-মে (ফাল্গুন থেকে আশ্বিন)

ফসল তোলার সময় :

৭০-৭৫ দিন পর

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।