ফসল : বাদাম

জাতের নাম : ঢাকা-১

জনপ্রিয় নাম : মাইজচর বাদাম

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)

গড় জীবনকাল প্রায় (দিন): ১৪৫

ফলনের গুণগত বৈশিষ্ট্য : দানার আকার মধ্যম, গোলাকার এবং রং হালকা বাদামী।

জাতের ধরণ : উফশী

জাতের বৈশিষ্ট্য :

বর্তমানে জাতটি রোগবালাই ও পোকামাকড় দ্বারা বেশি আক্রান্ত হয়। ফলে চাষাবাদে জাতটি নিরুৎসাহিত করা হয়।

উচ্চতা (ইঞ্চি) : ১৫.৭৫

শতক প্রতি ফলন (কেজি) : ৭ - ৮

হেক্টর প্রতি ফলন (টন) : ২৫ - ৩০

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ৩৮০ - ৪০০ গ্রাম

প্রতি একর (১০০ শতকে) জমি রোপণ/বপন করতে বীজের পরিমান : ৩৮ - ৪০ কেজি

উপযোগী মাটি : বেলে, দোআঁশ, বেলে-দোআঁশ

উৎপাদনের মৌসুম : রবি

বপনের উপযুক্ত সময় :

কার্তিক (মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর)

ফসল তোলার সময় :

বপনের ১৪০-১৫০ দিন।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।